আমাদের সম্পর্কে

আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি পরিচিতি

আমাদের শিক্ষার্থীদের সার্বক্ষণিক (৮ ঘন্টাই) সাপোর্ট দেয়ার জন্য রয়েছে একটি ডেডিকেটেড ও এক্সপার্ট সাপোর্ট টিম । আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট অনলাইন জগতে বাংলাদেশের একটি অন্যতম ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান।

যা বর্তমানে অনলাইনের মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০২০ সাল থেকে এগিয়ে যাচ্ছে, যার ফলে শত শত শিক্ষার্থী অর্জন করেছে ফ্রিল্যান্সিং শিক্ষা এবং তাদের ঘরে বসে ইনকাম করার সুযোগ । আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি অত্যন্ত গর্বিত যে, আমরা ফ্রিল্যান্সিং শিখনের মাধ্যমে শত শত বেকার শিক্ষার্থী, গৃহিণী, ব্যবসায়ী, চাকুরীজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এবং হতে পেরেছি অনেকগুলো পরিবারের আস্থাভাজন ।

আমরাই বাংলাদেশের সবচাইতে পুরাতন ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান

 ২০20 সাল থেকে আমরা আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং ট্রেইনিং দিয়ে যাচ্ছি । এই পর্যন্ত আমরা প্রায় কয়েক শত সফল ফ্রিল্যান্সার আমরা তৈরী করেছি ।

 যদি আপনি ফাইভার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার সহ অন্যান্য মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার সার্চ করেন তাহলে  টপ পজিশনে  আমাদের স্টুডেন্টদের পাবেন ।

আমাদের ক্লাস হয় শুধুমাত্র অনলাইনে । সরাসরি অফিসে  কোন ক্লাস হয় না । 

এই প্রতিষ্ঠনের ফাউন্ডার মো: ফরহাদ হোসেন। তিনি নিজেই সকল ক্লাস নেন । কোন পার্ট টাইম টিচার দিয়ে ক্লাস নেয়া হয় না । তবে সাপোর্ট দেয়ার জন্য অনেক সাপোর্ট টীম মেম্বার আছেন । 

ফরহাদ স্যার  রাত ৮.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত  ক্লাস নেন এবং সাপোর্ট দেন । আর সাপোর্ট টীম প্রতিদিন ৮ ঘন্টা সাপোর্ট দেয় । 

আপনি চাইলে আমাদের পেইড কোর্স না করেও শুধুমাত্র ফ্রি কোর্স করেই প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে পারবেন । ফ্রি কোর্স করতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে । প্রতিদিন এক্সক্লুসিভ টিউটোরিয়াল আপলোড করা হয় । 

ব্যবসা নয় শিখানোই আমাদের উদ্দেশ্য । আলহামদুলিল্লাহ গত ৫ বছরে আমাদের উছিলায় অসংখ্য মানুষ নতুন জীবন পেয়েছেন । 

এটাই আমাদের অনুপ্রেরণা । আর এই অনুপ্রেরণাই আমাদের কাজ করার শক্তি যোগায় । এই অনুপ্রেরণা এবং শক্তি নিয়ে আমরা গত ৫ বছর ধরে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ।

Ceo & Founder of Outsourching Institute of Bangladesh