আমরা গত ৫ বছর ধরে ফ্রিল্যান্সিং ট্রেনিং করাচ্ছি এবং লাখ লাখ সফল ফ্রিল্যান্সার তৈরী করেছি । আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্স চালু আছে । ফ্রি কোর্স সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এক টাকাও লাগবে না তবে পেইড কোর্স করতে নির্ধারিত কোর্স ফি দিতে হয় ।
ফ্রি কোর্সের উদ্দেশ্য হল প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করা আর পেইড কোর্সের উদ্দেশ্য হল মাসে এক লাখ টাকার বেশী ইনকাম করা আর । কেউ যদি আমাদের ফ্রি কোর্স করে সফল না হয় তবে আমাদের পেইড কোর্স করেও তার কোন লাভ হবে না ।
নিচের তিনটি স্টেপ ফলো করলে একদম শূণ্য থেকে আপনিও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং নিশ্চিতভাবেই প্রথম মাস থেকেই ইনকাম শুরু করতে পারবেন । কারো কাছে যেতে হবে না, কোন টাকা খরচ করতে হবে না । শুধুমাত্র বিষয়টি সিরিয়াসলি নিয়ে প্রতিদিন ১০/১২ ঘন্টা করে সময় দিতে হবে ।
ফ্রি কোর্সে এডমিশন :
ফ্রি কোর্সে কোন এডমিশন নিতে হবে না । আপনি আজ থেকেই শুরু করতে পারবেন ।
আমাদের ফ্রি কোর্স কিভাবে করবেন :
নিচে ধারাবাহিকভাবে ভিডিও দেয়া আছে এগুলো দেখে ভালভাবে কাজগুলো শিখুন । ধারাবহিকভাবে দেখতে হবে, কোন ভিডিও বাদ দেয়া যাবে না এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার পর কাজগুলো প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে ।
ফ্রি সাপোর্ট কিভাবে পাবেন :
লাইভ সাপোর্ট : প্রতিদিন ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফরহাদ স্যার ফ্রি স্টূডেন্টদেরকে লাইভ ক্লাস করান এবং সাপোর্ট দেন । এই ফ্রি সাপোর্ট এ জয়েন হয়ে যে কোন সমস্যা ফরহাদ স্যারকে দেখাতে পারবেন । ফরহাদ স্যার সরাসরি জুমের মাধ্যমে আপনার কম্পিউটারে ঢুকে প্রবলেম সলভ করে দিবেন।
প্রতিদিন রাত ৮টায় আমাদের ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে ফ্রি সাপোর্ট লিংক দেয়া হয় । লাইক জয়েন এবং সাবসক্রাইব করে রাখুন ।